কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে,
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবির পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষণ।
শুন্যের পরে খুঁজেছি তোমায়,
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ঐ মিষ্টি হাসি।
তোমাকেই আজ
বেধে নিয়েছি আমারও হৃদয়ও
মাঝে।
পথে যেতে হয়,
সে ভালবাসায়,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজও আজীবন
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ্ম দুস্থ কামনা।
কত জল ছল,
কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব,
যত হাহাকার আশা কলরব,
পরে রবে সব যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু হাত তুলে ধরি বাড়িয়ে
আমি সৃষ্টি
তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পরে রবে নিবির অবেলায়,
ধূলি ধূসর পদ চিহ্ন আঁকা
মরুর বালুকায়।
এখানে পড়ে আছে
কত শত প্রান,
জীবনের গান,
গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে,
খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীণ
হাসি।
কত আদরে ভালবেসেছি,
তোমার ঐ মিষ্টি হাসি।
তোমাকেই আজ
বেধে নিয়েছি আমারও হৃদয়ও
মাঝে।
পথে যেতে হয়,
সে ভালবাসায়,
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজও আজীবন
হৃদয়ও
সপেছি তোমায়।
No comments:
Post a Comment