Saturday, 1 February 2020

Uddesso Nei by Tahsan Rahman Khan


উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
তুই তবুও তো কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই তবুও তো কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই ডানা দিয়ে মেঘ কেটে
হারাস মেঘে মেঘে
থাকি আমি তোকে ঘিরে
বাতাস হয়ে...

উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই

যাবে কি সেথায়
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন বসে থাকা উদ্দেশ্যহীন?
যাবে কি সেথায়
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন বসে থাকা উদ্দেশ্যহীন?

উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
(
উদ্দেশ্য কী?) লা-লা-লা-লা
(
উদ্দেশ্য নেই) লা-লা-লা
লা-লালা লা-লালা লা-লালা লা

হারাবে কি আমার সাথে?
উড়বে কি ডানা মেলে?
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই













Download



No comments:

Post a Comment