Wednesday 12 February 2020

Chadni Posore Ke - Selim Chowdhury

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে...

তাহারে চিনিনা আমি সে আমারে চিনে...

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে...

বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার...

তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা...

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে...

সে ‍আমারে ঠারে ঠারে ইশারায় কয়
এই চাঁন্দের রাইতে তোমার হইছে গো সময়...

ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত...

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে...

তাহারে চিনিনা আমি সে আমারে চিনে...




No comments:

Post a Comment