Sunday, 4 August 2019

Meghomilon by Tanjib


শীতল বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগ করো না
মন চাই তোমায় আজই রাতে

বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমই একাই
আসতো যদি এই বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই _____রাতেই____

ঝুম ঝুম পাতালি হাওয়া সাথে
খুজেছি শুধুই তোমায়
পিছাতে পারে নি ঝড়ো হাওয়া
খুঁজে নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চাই তোমায় কাছে পেতে

শীতল বাতাসে দেখেছি তোমায়
মেঘমিলনে চেয়ে রাগকরো না
মন চাই তোমায় আজই রাতে
রাতেই___রাতেই___




No comments:

Post a Comment