Sunday, 30 June 2019

Vul Kore Jodi - Liza


ভুল করে যদি কখনো মনে পরে আমায়
নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার
মনে রেখো আমি এখনো তোমারি প্রতীক্ষায়,
ভুল করে যদি কখনো মনে পরে আমায়
নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার ।।

রাত জেগে জেগে যদি দু-চোঁখে
পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া

মনে রেখো আমি এখনো তোমারি প্রতীক্ষায়
ভুল করে যদি কখনো মনে পরে আমায়
নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার ।।

সারাটা দিন ভরে যদি নিজেকে বড় একাকী লাগে
অভিযোগের কথা শেষ না হলেও শেষ হবে অনুরাগে,
মনে রেখো আমি এখনো তোমার প্রতীক্ষায়
ভুল করে যদি কখনো মনে পরে আমায়
নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার ।।

Download



4 comments: