তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে
পথ সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায় এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে
পথ সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায় এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
শূন্য এই রাত চলে যায়
একলা প্রহর ঘিরে আমায়
কেন তুমি এলে না ফিরে
বাধার নদী পেরিয়ে ধীরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে
পথ সরে যায় দূরে দূরে
জীবন নদীর এই দুই তীরে
তোমার কল্লোল আছে ঘিরে
দূরে গেলে কাছে আসি
কাছে এলে যাই দূরে দূরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে
পথ সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায় এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
No comments:
Post a Comment