Tuesday, 6 August 2019

Juyari By James


আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়ারী হলাম ফেরারী
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী

ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চায় যে তোমায়

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

এখন আমার স্বপ্নগুলো বন্দি সারাদিন
ও ভালবাসায় ঘুণ ধরেছে
মন যে বড়ই ‍উদাসি

ও ও দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চায় যে তোমায়

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

আমি তোমার প্রেম জুয়াতে
হলাম জুয়ারী হলাম ফেরারী
তুমি তখন অন্য সুখে
হাত বাড়ালে নারী

দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চায় যে তোমায়

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম

নাই রে নাই রে সাহেব
নাই রে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম



https://bit.ly/2MHnolT

No comments:

Post a Comment