Thursday, 4 April 2019

Bazi - Belal Khan


কতটা হাত বাড়িয়ে দিলে
তোমার মন ধরা যায়।
কতটা পথ পারি দিলে
তোমার প্রেম ছোঁয়া যায়।

পাব কি পাব না জানি না
তোমাকে তো বুঝি না।

তবুও তোমার প্রেমে আমি পরেছি
বেঁচে থেকেও যেন মরেছি
তোমার নামে বাজি ধরেছি, ধরেছি।

মন যেন কেন মানে না
তুমি ছাড়া কিছু বোঝে না
আর জাতনা সহে না সহে না।

তবুও তোমার প্রেমে আমি পরেছি
বেঁচে থেকেও যেন মরেছি
তোমার নামে বাজি ধরেছি, ধরেছি।

মেলেছি ইচ্ছে ডানা
ভালবাসতে নেই মানা
শেষ ঠিকানা জানি না জানি না।

তবুও তোমার প্রেমে আমি পরেছি
বেঁচে থেকেও যেন মরেছি
তোমার নামে বাজি ধরেছি, ধরেছি।

কতটা হাত বাড়িয়ে দিলে
তোমার মন ধরা যায়।
কতটা পথ পারি দিলে
তোমার প্রেম ছোঁয়া যায়।

পাব কি পাব না জানি না
তোমাকে তো বুঝি না।

তবুও তোমার প্রেমে আমি পরেছি
বেঁচে থেকেও যেন মরেছি
তোমার নামে বাজি ধরেছি, ধরেছি।



No comments:

Post a Comment