Monday, 7 January 2019

Porena Chokher Polok By Andrew Kishore


পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবোমরেই যাবো
বাঁচাতে পারবে নাকো,
আমি জ্ঞান হারাবোমরেই যাবো
বাঁচাতে পারবে নাকো
পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক

কাজল কালো দুটি চোখ
 চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলে
পড়ে যাই চোখের কাছে

গোলাপ রাঙাঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো
 আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো
 পড়েনা চোখের পলক আঃ,
কি তোমার রূপের ঝলক

রেশম নরমতোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল  মনপাবার আশায়
করছে যেনো হুতাশ

পূর্ণিমা চাঁদঅঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলেঅপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
 বুকের মাঝে থাকে
আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো
 আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো
পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক
এই পড়েনা চোখের পলক,
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবোমরেই যাবো
বাঁচাতে পারবে নাকো ..




No comments:

Post a Comment