বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তেমার এই ঋণ
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
কি করে মেটাবো তেমার এই ঋণ
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ।
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ।
দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ
মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ
ও.. কত স্মৃতি মনে, আসে ক্ষণে ক্ষণে
কত স্মৃতি মনে, আসে ক্ষণে ক্ষণে
ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ।
মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ
ও.. কত স্মৃতি মনে, আসে ক্ষণে ক্ষণে
কত স্মৃতি মনে, আসে ক্ষণে ক্ষণে
ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ।
এইতো কদিন আগেও ছিলে তুমি অচেনা
আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না
হো.. আজ আমার চোখে একি নেশা লাগে
আজ আমার চোখে একি নেশা লাগে
করলে আমায় তুমি কতনা রঙ্গিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ
আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না
হো.. আজ আমার চোখে একি নেশা লাগে
আজ আমার চোখে একি নেশা লাগে
করলে আমায় তুমি কতনা রঙ্গিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ।
কি করে মেটাবো তোমার এই ঋণ।
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
এ মনের ঘরে, কবে ধীরে ধীরে
ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন
বসে বসে ভাবি আমি সারাদিন
কি করে মেটাবো তোমার এই ঋণ
তোমার এই ঋণ..
No comments:
Post a Comment