উৎ
পেতে থাকা শেয়াল শকুন
উৎ
পেতে থাকা হায়না
ধবংসের
খেলা খেলে চলে যায় যারা
মানুষের
ভাল চায়না
তাদের
জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন
দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা ।
সবুজের
বুকে লাল,
সে
তো উড়বেই চিরকাল ।
দোয়েলের
গান ফসলের ঘ্রান রূপালী জোছনা রাত
এলোমেলো
করে দিতে চায় যদি অশুভ
কাল হাত ।
বায়ান্ন
আর একাত্তরের চেতনায় আছি মাখা
স্বাধীন
দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা ।
সবুজের
বুকে লাল,
সে
তো উড়বেই চিরকাল ।
হাতে
হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস
এদেশের
বুকে সুন্দর আর সত্যের হবে বাস ।
এ
শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা
স্বাধীন
দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা ।
সবুজের
বুকে লাল,
সে
তো উড়বেই চিরকাল ।
উৎ
পেতে থাকা শেয়াল শকুন
উৎ
পেতে থাকা হায়না
ধবংসের
খেলা খেলে চলে যায় যারা
মানুষের
ভাল চায়না
তাদের
জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন
দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা ।
No comments:
Post a Comment