জানি
পরে যাব আমি তোমার প্রেমে
শ্রাবণ
দিনের বর্ষায়
তবু ও
মেঘের ডানায় উড়ব আমি
কমল
রোদের ইশারায়
হৃদয়
আমার তোমার হলো
হারিয়ে
ফেলো না যেন
হাত
ছেরো না বন্ধু আমার
যতদূরে
যাও না কেন.....
ও তারা
জ্বলা রাতে এক ফোটা চাঁদ
তোমায়
দিলাম প্রিয়
রঙিন
হাওয়ায় রং মেখে কিছু
শুধু
ভালোবেসে যেও
এই
মনের খুব গভিরে
ছুঁয়ে
দেখো তুমি
শুধু
অনুভবে শুন
হৃদয়
আমার তোমার হলো
হারিয়ে
ফেলো না যেন
হাত
ছেরো না বন্ধু আমার
যতদূরে
যাও না কেন.....
লাল
লগন ভরে খুব কাছে এসে
ঘুম
ভাঙ্গিয়ে দিও
মন
পাখি তুমি প্রেম হয়ে উড়ো
চির
সাথি করে নিও
এই
মনের খুব গভিরে
ছুঁয়ে
দেখো তুমি
শুধু
অনুভবে শুন
হৃদয়
আমার তোমার হলো
হারিয়ে
ফেলো না যেন
হাত
ছেরো না বন্ধু আমার
যতদূরে
যাও না কেন.....
No comments:
Post a Comment