Saturday, 22 June 2019

Tare Chara - Tausif & Liza


হৃদয়ের গভীরে সে থাকে
সাড়া দেয় শুধু সে অগোচরে
তারে ছাড়া এ রাত যেন নিজের ছায়া
তারে ছাড়া এ ক্ষণ যেন মিছে মায়া

তারে ছাড়া কিছু ভাল লাগে না
হায়..... (২)


হৃদয়ের গভীরে সে থাকে
সাড়া দেয় শুধু সে অগোচরে
তারে ছাড়া এ রাত যেন নিজের ছায়া
তারে ছাড়া এ ক্ষণ যেন মিছে মায়া

তারে ছাড়া কিছু ভাল লাগে না
হায়..... (২)

কত স্বপ্ন দেখি
কত ছবি আঁকি
মনেরই মাঝে আমি
একাই একা

কত চিঠি আসে
মনের আকাশে
নেই লেখা তাতে
আমার কথা

সুখছায়া ভাসে
রাতের আবেশে
ভোর যেন না হয়
স্বপ্নভাঙ্গা

ছুঁয়ে যাই
মৃদু বাতাসে
যেথায় ছিলাম
তোমার ছোঁয়াতে

হৃদয় গভীরে
এমনই ক্ষণ
অঝর ভালোবাসা
চাইছে এখন

তারে ছাড়া কিছু ভাল লাগে না
হায়..... (২)

হৃদয়ের গভীরে সে থাকে
সাড়া দেয় শুধু সে অগোচরে
তারে ছাড়া এ রাত যেন নিজের ছায়া
তারে ছাড়া এ ক্ষণ যেন মিছে মায়া

তারে ছাড়া কিছু ভাল লাগে না
হায়..... (২)




No comments:

Post a Comment