শিরোনাম: প্রতীক্ষারপ্রহর
অ্যালবাম: জীবনেরস্রোতে
তোরে মনদিয়া, মনদিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।
বাড়ির ধারে সবুজ মাঠে
দু:খ বিলাই পথে পথে।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।।
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।।
No comments:
Post a Comment