Monday, 16 October 2017

Veja Sondha Ajhor Brishti By Balam

ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভুতি ।।

হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনো ভীরু ।।

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভুতি ।।

ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়ালো কিছু আশা ।।

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভুতি ।।

ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা

শুধু হয়েছে অনুভুতি ।।



No comments:

Post a Comment